জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের : মোমিন মেহেদী
একাধিকবার জামিনের আবেদন নাকচ করার পর জেলখানায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, লিটন দ্রং, রাকিব হাসান শাওন প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের। এই দায় কোনভাবেই এড়ানো তাদের পক্ষে সম্ভব না। তারা একের পর এক পুলিশ-প্রশাসনের ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে যে অরাজকতা তৈরি করেছে সারাদেশে; তার কারণেই এমন নির্মম ঘটনা ঘটলো। আমরা লেখক মুশতাক হত্যার শিকার কি না সেই বিষয়ে স্বচ্ছ ধারণার জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। একই সাথে সময়ের সাহসী কার্টুনিস্ট কিশোর-এর মুক্তি চাই। অনতিবিলম্বে লেখক মুশতাক আহমেদ-এর সাথে ঘটে যাওয়া এই ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ারও আহবান জানাচ্ছি। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও আহবান জানাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন