জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার জান্নাত
তরুণদের জন্য প্লাটফর্ম ইয়াং বাংলা ষষ্ঠ ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ পেলেন সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’ এর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সি আর আই) এর আয়োজনে শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ গঠনে যুবসমাজের অনন্য উদ্যোগ বা অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ সারাদেশ থেকে ১০ টি সংগঠনকে ৫ ক্যাটাগরিতে এ ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই এর চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।
পদক বিজয়ী ও মনোনীতদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের সেবা করছেন এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ।
আপনাদের মতো তরুণ তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারও কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো অল্প হোক, বেশি হোক কাজ শুরু করে দিচ্ছেন। আপনারা কারও জন্য বসে নেই। এটাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসই ছিল যে, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি।
প্রসঙ্গত: সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাইবাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীপুত্র।
এর আগে ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শীর্ষ ২৮ সংগঠনের নাম। এই তালিকায় প্রকাশিত সব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
শনিবার বিকেল ৩ টার পর এই তালিকায় থেকে ১০ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এদিকে সাতক্ষীরার কালিগঞ্জের মেয়ে জান্নাতুল মাওয়া এ পদকে ভূষিত হওয়ায় তার গ্রামে আনন্দের জোয়ার বইছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন