ঝালকাঠিতে গাঁজা গাছসহ দুই চাষী গ্রেপ্তার
ঝালকাঠির কাঁঠালিয়ায় গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার মরিচবুনিয়া গ্রামের একটি ক্ষেত থেকে শনিবার রাতে (১১ ফেব্রুয়ারি) ২০৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় দুই গাাঁজা চাষীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রমেন বেপারী ও পরেশ বেপারী।
পুলিশ জানায়, প্রতিবেশী দুই ব্যক্তি রমেন বেপারী ও পরেশ বেপারী নিজেদের জমিতে পেয়ারা বাগানের মধ্যে গাঁজার চাষ করছিলো। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০৫টি গাঁজাগাছ উদ্ধার করে।
এ সময় পুলিশ গাঁজা চাষী দুইজনকে গ্রেপ্তার করে। ঘটনার পরপরই কাঠালিয়া রাজাপুরের সার্কেল এসপি মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরির্দশন করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, গ্রেপ্তারকৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন