টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত
গাজীপুরের টঙ্গীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি মোবাইল, দুটি সুইচ গিয়ার, ছয়টি গ্যাস লাইট ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন ব্লেড বাবু ও অপরজন নান্নু ওরফে ট্যাংরা নান্নু নামে পরিচিত। তারা টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে।
‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় রাকিব নামে র্যাবের এক সদস্য গুলিবদ্ধসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১ এর এএসপি (সিপিসি-১) মো. কামরুজ্জামান জানান, ‘টঙ্গী ব্রিজের নিচে ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’
‘আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলি র্যাব সদস্য রাকিবের গায়ে লেগে তিনি আহত হন। আহত অন্য দুইজন হলেন এএসআই সাইফুল ও সৈনিক কামরুল। নিহত দুই ছিনতাইকারীর মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন