টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং, প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়। এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। আর দক্ষিণ আফ্রিকার দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ফাফ ডু প্লেসিস।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বিহারডাইন, আন্দিল ফেহলাকওয়েও, রব্বি ফ্রাইলিঙ্ক, অ্যারোন ফাঙ্গিসো, ডোয়াইন প্যাটারসন, রিজা হেন্ডরিকস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন