টানা তিনবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষে জিনপিং

টানা তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটরি নির্বাচিত হয়েছেন পার্টির শীর্ষ নেতা শি জিনপিং। এর মাধ্যমে চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করলেন তিনি।

রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে শি-কে পার্টির জেনারেল সেক্রেটরি নির্বাচিত করা হয়।

অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও শি-র নাম ঘোষণা করা হয়। এর পাশাপাশি অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরও নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন শি জিনপিং, লি ছ্যাং, চাও লে চি, ওয়াং হানিং, কাই চি, তিং শেইশাং ও লি শি।

শি জিনপিং বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।

কমিউনিস্ট পার্টি এবং মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, শি-র অনুগতদেরেই পলিটব্যুরোর সদস্য করা হয়েছে। আর এর মাধ্যমে তিনি গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করে তুলেছেন।

পাঁচ বছর পর পর কংগ্রেসে অনুষ্ঠিত হয় চীনের কমিউনিস্ট পার্টিতে। সেই হিসেবে গত ১০ বছর ধরেই পার্টির সর্বোচ্চ ফোরামের প্রধান হিসেবে আছেন শি জিনপিং।

চীনের প্রেসিডেন্টরা শুধু দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন, এমন বাধ্যবাধকতা ২০১৮ সালে তুলে নেন শি। তখনই ধারণা করা হয়েছিল সম্ভবত তিনি দুই মেয়াদেরও বেশি দেশটির ক্ষমতায় থাকবেন।