টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মতিঝিলের শাপলাচত্বর, আইডিয়াল স্কুল মোড়, শান্তিনগর ও মিরপুরের একাধিক এলাকায় যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে মিরপুর দুই নম্বর সেকশন ও দশ নম্বর সেকশনের রাস্তায়।

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরের দিন ৩০ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে একত্রিত হয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এছাড়াও সড়ককে নিরাপদ করতে ৯ দফা দাবি জানায় তারা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে। এখন তাদের উচিৎ দ্রুত ক্লাসে ফিরে যাওয়া। শুধু তাই নয়, এ আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করা হতে পারেও বলে আশঙ্কা সরকারের।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।

ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলে। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।

এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাজপথে নামতে থাকে তারা।