রংপুরে ট্রাকের ধাক্কা প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/rangpur-accident-2-20181118113849.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুর জেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার লাহিরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সকালে পল্লী বিদ্যুৎ-এর মালামাল নিয়ে একটি ট্রাক সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিল। এ সময় লাহিরীরহাট এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের থাকা চারজনের মৃত্যু হয়। আহত হয় আরো দুজন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন