ট্রাক থেকে চুরি হলো আইফোন এক্সের ৩০০ ইউনিট!

অ্যাপলের আইফোনের সর্বাধুনিক মডেল আইফোন এক্স। বিক্রির আগেই আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে এই মডেলের ৩০০ এর বেশি ইউনিট আইফোন চুরি হয়ে গেছে।

দেশটির পার্সেল সেবা দানকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পার্সেল সার্ভিসের একটি ট্রাক থেকে ফোনগুলো চুরি করা হয় বলে জানিয়েছে সিএনবিসি।

চোরদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। সান ফ্রান্সিসকোর স্টোনসডাউন গ্যালারিয়া শপিং মলে ফোনগুলো সরবরাহ করছিলেন ট্রাকটির চালক। ওই সময়ে ৩০০ এর বেশি ইউনিট ফোন চুরি হয়ে যায়। চুরি যাওয়া ফোনগুলোর আর্থিক মূল্য প্রায় তিন লাখ মার্কিন ডলার।