হোয়াটস অ্যাপের পর এবার বন্ধ ফেসবুক ম্যাসেঞ্জার!

হোয়াটস অ্যাপের পর শনিবার সকাল থেকেই বিশ্বের নানা প্রান্তে ঠিকমতো কাজ করছে না ফেসবুক ম্যাসেঞ্জার। তাই ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বিপাকে ইন্টারনেট ব্যবহারকারীরা।

অনেকেরই অভিযোগ, ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ, ছবি বা ভিডিও পাঠাতে পারছেন না। এমনকি ডেস্কটপ থেকে চ্যাটবক্স কাজ করছে না। পাঠালেও যাচ্ছে না ম্যাসেজ। দেখা যাচ্ছে না পুরনো ম্যাসেজও।

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে খোলসা করে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ম্যাসেঞ্জার আচমকা কাজ বন্ধ করে দেওয়ায় অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভ প্রকাশের জন্য তারা বেছে নেন টুইটারকে। সেখানে অনেকে লিখেছেন, সম্ভবত কোনও যান্ত্রিক কারণে ম্যাসেঞ্জার কাজ করছে না। কেউ কেউ তো সাইবার হামলার শিকার হয়েছেন কি না, সেটাও জানতে চেয়েছেন।

উল্লেখ্য, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কাঠামোটা কিন্তু মোটামুটি একই। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার জেরে কমে আসছিল ম্যাসেঞ্জার অ্যাপের জনপ্রিয়তা। তাই কার্যত বাধ্য হয়ে বিপুল খরচে হোয়াটসঅ্যাপ কিনে নেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।