ট্রাম্পকে ‘পাঁচ আঙুল’ দেখালেন ব্রাজিল কোচ
ব্রাজিলের বিশ্বকাপ দলের সমালোচনা করেছিলেন ট্রাম্প। দলটির কোচ টিটে সেই সমালোচনার জবাবে হাত উপরে উঠিয়ে ‘পাঁচ আঙুল’ দেখিয়ে পাঁচটি বিশ্বকাপ শিরোপার কথা মনে করিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্টকে।
গতমাসে হোয়াইট হাউজে বসে ব্রাজিল দলকে নিয়ে ট্রাম্প হালকা রসিকতা করেন।
২৮ আগস্ট ট্রাম্প হোয়াইট হাউজে ফিফা প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। ২০২৬ সালে কানাডা, মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজনের পরিকল্পনা সফল করতে ট্রাম্প এই দুজনকে আমন্ত্রণ জানান।
ব্রাজিলের গ্লোবোনিউজের নারী প্রতিবেদক রাকুয়েল সেখানে উপস্থিত ছিলেন। তিনি ট্রাম্পকে একটি প্রশ্ন করলে ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে জানতে চান, কোন দেশ থেকে এসেছেন।
ব্রাজিলের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্বসেরা একটা দল আছে।’
সঙ্গে সঙ্গে ট্রাম্প বলেন, ‘শেষবার আপনাদের একটু সমস্যা ছিল, ঠিক তো?’
ট্রাম্প মূলত রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বাদ পড়ার দিকে ইঙ্গিত করেন।
এল সালভাদোরের বিপক্ষে মাঠে নামার আগে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনের শুরুতে টিটে ট্রাম্পের বক্তব্য খণ্ডন করেন।
‘ট্রাম্পের কথার প্রেক্ষিতে শুধু বলতে চাই, আমাদের পাঁচটি বিশ্বকাপ শিরোপা আছে। এ বিষয়ে তিনি নিজেকে আরেকটু বেশি জানাতে পারেন।’ টিটে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ব্রাজিল ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে। এছাড়া ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালেও তারা চ্যাম্পিয়ন হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন