ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধার চলছে

সিলেটের মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় সিলেটের মৌলভীবাজারে ঢাকাগামী উপবন এক্সপ্রেস এ দুর্ঘটনা কবলে পড়ে। এতে ৫টি বগি লাইনচ্যুৎ হয়। এর মধ্যে ১টি বগি যাত্রীসহ খালে পড়ে।

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচর সেতু ভেঙে এ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে সময় নিউজকে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার বহু হতাহতের শঙ্কা রয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়তে।