ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমন চাল সংগ্রহ শুরু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি ভাবে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
এ সময় পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, চাল কল মালিক মঈনুল ইসলাম সোহাগ, মোঃ দুলাল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, চলতি আমন মৌসুমে ৪২ টাকা কেজি দরে সরকারি ভাবে এ উপজেলায় ১ হাজার ৯’শ ২৯ টন চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রয়ারী পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন