নেত্রকোনার মদনে ফরিংখালী নদীতে মাছ ধরতে গিয়ে ১ যুবকের মৃত্যু

নেএকোনা মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নে কদমশ্রী ফরিংখালী নদীতে সকালে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসীও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কমদশ্রী ফরিংখালী নদীতে মাছ ধরতে একইগ্রামের পিতা মৃত বাদশা মিয়ার ছেলে মকুল(৪০) রবি মিয়া ছেলে কাজল(৩৫) কে সঙ্গে নিয়ে প্রতিদিনের ন্যায় কদমশ্রী ফরিংখালী নদীতে মাছ ধরতে নামে,টানা জাল দিয়ে নদীর ২( দুই) পাড়ে দুই জন,হঠাৎ করে কাজল জাল টানা বন্ধ করে দেন, ওপারে থাকা মকুল ডাক চিৎকার করে থাকে,এতে নিহত কাজল শব্দ না করায় দ্রুত নদীতে সাঁতার কেটে পাড় হয়ে নিহতের কাছে গিয়ে ডাক চিৎকার শুনে বাড়ী আশ পাশ্বের লোকজন আসলে কাজলকে কদমশ্রী বাজারে এনে স্হানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়,এতে কাজ না করায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাথে থাকা মকুল জানান, কাজল সম্পর্কে আমার মামা হয়, আমরা সকাল হতে কদমশ্রী গ্রামের সামনে টানা জাল দিয়ে নদীতে ২( দুই) পাড়ে দুই জন দড়ি দিয়ে টেনে মাছ ধরতে ছিলাম,হঠাৎ করে মামা দড়ি ছেড়ে মাটিতে পড়ে যায়, আমি নদীর ওপার হতে সাঁতার কেটে পাড় হয়ে গিয়ে দেখলাম মামা কথা বলতে পারছে না,তখন আমি ড়াক চিৎকার করতে থাকি,আমার ড়াক শুনে বাড়ী হতে লোকজন এসে মামাকে কদমশ্রী বাজারে নিয়ে য়ায়।

মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদু ইসলাম বলেন, নিহত কাজল এর পরিবারে লোকজন এর কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারে নিকট দেয়া হয়েছে।