ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীনদের খাসজমিতে প্রবেশ অধিকার এবং ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারের দাবীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা ভূমিহীন সমম্বয় পরিষদ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমিহীন সমম্বয় পরিষদের সভাপতি অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ঠাকুরগাঁও জেলা ভূমিহীন জনসংগঠনের সভা প্রধান জালাল উদ্দীন, জেলা জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান গজেন্দ্রনাথ রায়, বেলডাঙ্গী ভূমিহীন জনসংগঠনের সভা প্রধান আব্দর রাজ্জাক, কলিযুগ জনসংগঠনের সভা প্রধান নিতেন্দ্রনাথ রায়, পূর্ব হাজিপুর জনসংগঠনের সভা প্রধান নুরু মিয়া, জগনাথপুর জনসংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, বড়বাড়ী জনসংগঠনের সভা প্রধান রবিন হেমরন, শলমন রায় প্রমূখ।

সভায় ভূমিদস্যুদের কবল থেকে পীরগঞ্জ উপজেলার খাস জমি উদ্ধার, ভূমিহীনদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় দায়ের করা মামলা থেকে প্রধান আসামীদের নাম চার্জশীট থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে বাদ দেওয়া আসামীদের মামলা পুনরায় অন্তভূক্তির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তপেক্ষপ কামনা করেন ভূমিহীন জনসংগঠনের নেতারা।