ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়
দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি অফিসার সুজন খান, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সহ সভাপতি বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কালারা টুডু, সাধারণ সম্পাদক ললিত দাস, এডভোকেসির সাধারণ সম্পাদক ফ্রান্সিস বাসকে, অর্থনীতি উন্নয়ন দলের সভাপতি লতিতা রানী দাস, সাংবাদিক দীপেন রায়, মুনছুর আহম্মেদ,বাদল হোসেন, আমিনুর রহমান হৃদয়,আবু তারেক বাঁধন প্রমুখ।
সভা পরিচালনা করেন ইএসডিও’র ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন