পাবনার আটঘরিয়ায় প্রাথমিক শিক্ষায় দুইজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

পাবনার আটঘরিয়ায় প্রাথমিক শিক্ষা শাখার উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিতরা হলেন- ২নং চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকুর রহমান (পুরুষ), ১৭ নং কয়রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইয়াছমিন পারভীন (মহিলা)।

নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ শফিউল্লাহ শফি, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা ইয়াসমিন।

উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আশফিকুর রহমান, প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছিন, সহকারী শিক্ষক শফিউল্লাহ শফি ও সহকারী শিক্ষিকা দিলরুবা ইয়াসমিন আলাদাভাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের অর্জিত কৃতিত্ব নিজ নিজ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আটঘরিয়া উপজেলাবাসীর জন্য উৎসর্গ করে বলেন- আমরা সব সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে নিজের সেরাটা পাঠদান বিলিয়ে দিতে চেষ্টা করি।

তাদেরকে উপজেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

২নং চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকুর রহমান বলেন-২০২২-২০২৩ সালে ২নং চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয় আটঘরিয়া উপজেলার মধ্যে বেশি শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়। ট্যালেন্টপুলে ৯ জন, সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি প্রাপ্ত হয়।