ঠাকুরগাঁওয়ের ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের ‘পীরগঞ্জ ১৭ এপ্রিল গনহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ঠাকুরগাঁও ইউনিটের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি জনয়াল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভুমি কমিশনার কামরুল হাসান সোহাগ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী ইতিহাসবিদ ফারজানা ইসলাম সর্ণা,কবি মাসুদুর রহমান মাসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, শহীদ সন্তান আসাদুজ্জামান আসাদ, আজহারুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত শমীর শাহজাহান, অধ্যাপক বদরুল হুদা, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, জাতীয় পার্টির সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাংবাদিক ফিরোজ আমিন সরকার,প্রমূখ বক্তব্য প্রদান করেন।