ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিএনপির জনসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১ জুন ১০ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জনসভা সফল করার লক্ষ্যে বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ভূল্লীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তাজউদ্দীন তাজু, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক, মাহাবুব হোসেন তুহিন, জেলা বিএনপির সহ অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ্ চৌধুরী আবুনুর, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম লাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ ৮ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সভার হলরুম।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বক্তব্যে বলেন, ভূল্লীতে সমাবেশ হবে স্মরণ কালের সমাবেশ। এখানে কয়েক লাখ মানুষের সমাবেশ হবে। আপনারা পাড়া, মহল্লায় গ্রামে প্রচার চালান। এই সমাবেশের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আন্দোলন শুরু হবে।

সভায় বক্তারা আগামী ১ জুন বিশাল জনসভা সফল ও চলমান আন্দোলনকে বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।