ঠাকুরগাঁওয়ে ইকো সলিড ব্লক ও হলো-ব্লক কারখানা উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/IMG_20230504_200822-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ে আধুনিক ইকো সলিড ব্লক এন্ড হলো-ব্লক উৎপাদন কারখানার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নে এ কারখানার উদ্বোধন করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমদ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড.জাহেদা আহমদ, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহি পরিচালক ড.শহীদউজ্জামান, ঠাকুরগাঁওয়ের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী নাজমুল হক,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম রাজু, আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার রায় ও প্রকল্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ প্রকল্পের সদস্যবৃন্দ৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিমার্ণ কাজে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে ইকো সলিড ব্লক ও হলো ব্লকের বিকল্প নেই। টেকসইয়ের পাশাপাশি পরিবেশ বান্ধব এ নিমার্ণ সামগ্রী বেশ উপযোগী৷
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন