ঠাকুরগাঁওয়ে ইকো সলিড ব্লক ও হলো-ব্লক কারখানা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আধুনিক ইকো সলিড ব্লক এন্ড হলো-ব্লক উৎপাদন কারখানার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নে এ কারখানার উদ্বোধন করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমদ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড.জাহেদা আহমদ, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহি পরিচালক ড.শহীদউজ্জামান, ঠাকুরগাঁওয়ের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী নাজমুল হক,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম রাজু, আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার রায় ও প্রকল্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ প্রকল্পের সদস্যবৃন্দ৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিমার্ণ কাজে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে ইকো সলিড ব্লক ও হলো ব্লকের বিকল্প নেই। টেকসইয়ের পাশাপাশি পরিবেশ বান্ধব এ নিমার্ণ সামগ্রী বেশ উপযোগী৷