ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
বুধবার (২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজারে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তার শরীর তল্লাশি করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু ইসলাম উপজেলার সাসলাপিয়ালা গ্রামের হিরুর ছেলে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরও জানান, এসিআই কোম্পানির ওষুধ লোপেন্টা, স্কয়ারের পেন্টাডল, অপসোনিনের ট্যাপেন্টাডল, এসকেএফ-এর ট্যাপেন্টা ব্যাথা নাশক ট্যাবলেট। যা ফার্মেসিতে পাওয়া যেত কিন্তু ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার বিকল্প হিসেবে কম খরচে ফার্মেসি থেকে কিনে মাদক ব্যবসায়ী ও সেবীরা সেবন করা শুরু করে। এতে করে ট্যাবলেটটির দাম বাড়তে থাকে এসব ওষুধের।
আর এর আলোকে গত বছরের ১৪ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল পাইকারী ও খুচরা ফার্মেসিতে ট্যাপেন্টাডল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন