ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/news-25-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রসাশনের আয়োনে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ সভা কক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীর আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন