পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বশির আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মোঃ আল-আমিন, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।