ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে।
রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা খালেদ মোশারফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মৎস্য চাষী আনোয়ার হোসেন প্রমূখ।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ মৎস্যজীবী, মৎস্যচাষী ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন