যশোরের মণিরামপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে রুহুল আমিন (২০) নামের কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার সোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রুহুল আমিন রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর এমএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।

জানাগেছে, পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে রুহুল আমিন আত্মহত্যা করেছেন।

স্বজনেরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের সোবার ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তার মা খাবার খাওয়ার জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় নামানো হয়।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

এসআই আশিকুর আরো বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।