ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিলাবৃষ্টিতে, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

প্রায় ঘন্টাখানেকের শিলাবৃষ্টিতে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বৃষ্টি থেমে যাওয়ার পরও বিভিন্ন গ্রামের মাঠে পড়ে থাকতে দেখা যায় বড় বড় শিল। শিলের আঘাতে অনেক বাড়ির চালের টিন ছিদ্র হয়ে গেছে। ক্ষতি হয়েছে আম, লিচুসহ ফসলের মাঠের আধা পাকা ভুট্টা ও মরিচ ক্ষেত।

উপজেলার সেনুয়া এলাকার ভূট্টা চাষি বাঁধন ও রিয়াজুল ইসলাম জানান, কয়েকদিন পরই ভুট্টার গাছে মোচা বেরহত। কিন্তু শিলা বৃষ্টিতে ভুট্টার গাছ ভেঙে মাটিতে শুয়ে পড়েছে। এখন এই ভুট্টার ক্ষেত থেকে জ্বালানি ছাড়া আর কিছু পাওয়ার আশা নেই।
একই এলাকার মুরসালিন জানান তার সহ বেশ কয়েকজনের টিনের চালের টিন ফুটোও হয়ে গেছে এই শিলাবৃষ্টিতে।

বাগান মালিক আব্দুল্লাহ আল মামুন নয়ন বলেন, সাড়ে চার হাজার গাছের আমের গুটি ও পাতা ঝড়ে গেছে। ধরতে গেলে একদম পথে বসে গেলাম। এর আগের বছর করোনায় ভালো দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল সামলাতে না সামলাতেই চলতি বছরে শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বশান্ত করে দিয়েছে।

পীরগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১০০ হেক্টর জমির ভূট্টা, ২৯ হেক্টর জমির শাক-সবজি, ১৭৫ হেক্টর জমির বোরো, ৯ হেক্টর জমির তরমুজ ও ১৩৩ হেক্টর জমির আম বাগান ক্ষতি রয়েছে। ‘শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভূট্টার। কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করে যাচ্ছেন।