ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG20230216134617-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন।
পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক একরামুল হক, সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন