ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পশুরহাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সাথে অতিরিক্ত টোল আদায় করে আসছেন হাট ইজারাদার জেলা পরিষদ সাবেক সদস্য সম্ভব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের।
রবিবার (৪ সেপ্টেম্বর) অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।
জানা যায়, সরকারী নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৪০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন ঐ ইজারাদার। উক্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রভাবশালী হাট ইজারাদার কে জরিমানা করে।
এপ্রসঙ্গে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতিহাটে অতিরিক্ত টোল আমরা দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। আর মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামে মাত্র জরিমানা করছে। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে।
এব্যপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন