ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যা দিবস পালন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিল অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার, শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মৎস অফিসার রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এ ছাড়াও সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুদের সুশিক্ষিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনের জন্য মায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন