ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোমবার পালন করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২:০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানু্ষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এরপর উপস্থিত সকলে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।সেখানে শহীদ মিনারে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান- শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, সহকারি পুলিশ সুপার সার্কেল জাহাঙ্গীর হোসেন, ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,পল্লীবিদ্যুতের ডিজিএম নেজাবুল হক, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদসহ উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিবৃন্দ, গণমাধ্যমকর্মিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে কলেজমাঠে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সাথে প্রভাষক সুকুমার মোদকের পরিচালনায় শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, ভাইসচেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি গুলফামুল ইসলাম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















