ঠাকুরগাঁওয়ে শশুর বাড়ীতে জামাইয়ের মৃত্যু, স্ত্রী ও শাশুড়ী আটক
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে শশুর বাড়ীতে সুমন নামে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়ীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।
সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নং দেবীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া আর্দশ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন এর সাথে পাশ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলা পট্রি গ্রামের জামালের কন্যা রুপার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় গত ১ বছর আগে।
শুক্রবার রাতে শশুর বাড়িতে সুমন গেলে সেখানে রাত ৮টার দিকে আত্নহত্যা করে। পরে বোদা হাসপাতালে নিয়ে গিলে সেখানে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।এ ঘটনায় ছেলে বাবা মোহাম্মদ আলীর বাদি হয়ে ভূল্লী থানায় আত্নহত্যার প্ররোচনার অভিযোগে এজাহার দিলে পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী রুপা আক্তার ও শাশুড়ী রোকেয়া খাতুনকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একে এম আতিকুর রহমান জানান, শশুর বাড়ীতে সুমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনার অভিযোগে তার স্ত্রী ও শাশুড়ীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন