ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য এ আসনে ভোটগ্রহণ হচ্ছে।

সকাল সাড়ে ৮ থেকে ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নিবার্চনে ১২৮ কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এবার প্রথম বারের মত আসনটিতে ইভিএমএ ভোট হচ্ছে। সকাল থেকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইভিএমএ ভোট সহজে দিতে পারায় খুশি সাধারণ ভোটাররা। আইিনশৃংখলার কাজে নিয়োজিত রয়েছেন পুলিশ ৯০০ আনসার ১৫৭২ র‍্যাব ১০ টিম, বিজিবি ৭ প্লাটুন, বিচারিক ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন ছাড়াও নিবার্চন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক নিবার্চনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটারের উপস্থিতি কিছুটা কম। তাছাড়া আজ শীতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এ কারণে সাকাল বেলা ভোটারের উপস্থিতি কিছুটা নকম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন।

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন । ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নিবার্চন সম্পন্ন হবে।
ছয়জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মো: ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনা লিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পাটির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

ঠাকুরগাঁও- ৩ আসনের উপনির্বাচনে নির্বাচনে নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান জানান, সুষ্ঠ ভাবে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।