ঠাকুরগাঁয়ে তিনটি ক্লিনিকে সিলগালা ও আটক ১জন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/inbound8983947292794473050-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (২৮মে) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান।
এ সময় জেলা শহরের পাঁচটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন তারা। পরে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনহীন ক্লিনিকে কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। এছাড়া একজনকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, নিবন্ধনহীন এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন