রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বশেফমুবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশনা দেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মারকগ্রন্থ ‘অবিনাশী জনক তুমি’ মহামান্য রাষ্ট্রপতিকে হস্তান্তর করেন উপাচার্য।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমান, পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, পিএস মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।