ডাকসুসহ সব ছাত্র সংসদে নির্বাচন হবে : খালেদা জিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশে তরুণ নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে থেকে ছাত্র সংসদ নির্বাচনের এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ভিশন ২০৩০’ নামের রূপকল্প তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি।

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান খালেদা জিয়া।

তিনি বলেন, বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী। শিক্ষাকে কর্মমুখী ও ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকায় নিয়ে যাবে। শিক্ষার জন্য পৃথক টেলিভিশন চ্যানেল করা হবে। গড়ে তোলা হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়।

বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমানে বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী কর্মক্ষমের মধ্যে পড়ে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

এ জন্য পেশাগত ও কারিগরী শিক্ষা, প্রকৌশল বিদ্যা, বিজ্ঞান শিক্ষার বিভিন্ন মৌলিক প্রয়োগের জন্য প্রশিক্ষিত মানবসম্পদকে বিকশিত করা হবে বলে জানান তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মানবসম্পদ উন্নয়নে ব্যয় করতে উৎসাহিত করা হবে। বেসরকারি খাতকে ভাষা ইন্সটিটিউট গড়ে তোলার জন্য প্রণোদনা দেয়া হবে।