ডাচ বাংলা ব্যাংক ভাংচুর মামলায় পঞ্চগড় বিএনপির ৬ নেতাকর্মীর জেল
সম্প্রতি তত্ববধায়ক সরকারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০১৩ আন্দোলনের কঠোর সংহিসতায় পঞ্চগড় ডাচ বাংলা ব্যাংক ভাংচুর ও হামালায় ১৭ জনকে দাবী হয়ে মামলা দায়ের করেন ডাচ বাংলা ব্যাংক পঞ্চগড় শাখার কর্তৃপক্ষ। আসামীর ১৭ জনের মধ্যে ১১ জনকে নির্দোষ হিসেবে খালাস দিয়ে বাকি ৬ জনকে নেতাকর্মীকে ছয় মাস করে বিলাশ্রমে কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এ রায় ঘোষণা করেন। এদিকে দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন পঞ্চগড় বিএনপি জেলা শাখার যুবদলের হাসানুজ্জামান পলাশ, ছাত্রদলের হারুনরশিদ হারুণ, আবু সালেক ডাবলু, সেচ্ছাসেবক দলের হায়তুন আলম, সাবুল হোসেন, ও তুর্কি বাবু।
এ সময় জাতীয়বাদী আইনজীবি ফোরামের এড্যাভোকেট আদম সুফি তিনি জানান, এই রায়ে আমরা ন্যায় বিচার পাই নাই মামলার নকল কপির জন্য আবেদন করেছি তা পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।
এদিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবলিক প্রসিকিউটর এরশাদ হোসেন সরকার তিনি বলেন, উক্ত আসামীদের বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ আসামীকে ছয়মাসের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন