ডি’স্যান্তিসকে ট্রাম্পের হুঁশিয়ারি, প্রেসিডেন্ট নির্বাচন করলে সব কথা ফাঁস করে দেবো
নিজের দলের প্রার্থী রন ডি’স্যান্তিসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ডি’স্যান্তোস গুরুত্বপূর্ণ ফ্লোরিডা রাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী হতে চাইছেন। তিনি যেন প্রেসিডেন্ট নির্বাচন না করেন এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
বলেছেন, তারপরও যদি তিনি তা করেন, তাহলে তার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবেন। সোমবার রাতে তিনি নিজের বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি যদি (প্রেসিডেন্ট) নির্বাচন করেন তাহলে তাতে নিজেই নিজের বড় ক্ষতি করবেন। আমার মনে হয় না পরিস্থিতি তার পক্ষে যাবে। এটা দলের জন্যও ভাল হবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, ডি’স্যান্তিস প্রেসিডেন্ট নির্বাচন করলে তার বিষয়ে সাংবাদিকদের কাছে অনেক কিছু বলে দেবেন, যা তার জন্য খুবই ক্ষতিকর হবে।এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করবেন বলে মনে হচ্ছে। এ মাসেই ১৫ নভেম্বর এমন ঘোষণা দিতে পারেন তিনি। তাই চাইছেন তার সামনে যেন দলীয় কোনো বাধা না থাকে। এ জন্য ডি’স্যান্তিসকে তিনি এমন হুঁশিয়ারি দিয়ে রাখলেন আগেই। তবে মঙ্গলবারের নির্বাচনে ডি’স্যান্তিস নতুন করে গভর্নর নির্বাচিত হয়েছেন। ফলে রিপাবলিকান বৃত্তে ট্রাম্পের সবচেয়ে শক্তিধর প্রতিদ্ব›দ্বী হয়ে উঠতে পারেন তিনি। তিনি তার রাজ্যে এমন সব ডানপন্থি নীতি প্রয়োগ করেছেন যে, তা দলের ভিতর ট্রাম্পের ঘাঁটিগুলোতেও জনপ্রিয়। মঙ্গলবার গভর্নর নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নেরউত্তর এড়িয়ে গেছেন তিনি। তবে বলাবলি হচ্ছে, যদি ২০২৪ সালে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন,তবে তিনি ২০২৮ সালকে টার্গেট করবেন।
তাকে নিয়ে ডনাল্ড ট্রাম্পের উদ্বেগের শেষ নেই। গত সপ্তাহে রন ডি’স্যান্তোসকে তিনি উপহাস করে আখ্যায়িত করেছেন ‘রন ডি’স্যাংশিমোনিয়াস’ হিসেবে। পেনসিলভ্যানিয়ার এক নির্বাচনী জনসভায় এমন উপহাস করেন ট্রাম্প। এই গভর্নরকে নিয়ে সোমবার রাতে আবার বিমানে বসে আলোচনা করেন তিনি। এ সময় ডি’স্যান্তিসকে তিনি একজন ‘চমৎকার মানুষ’ বলে আখ্যায়িত করেন। তাদের দু’জনের মধ্যে কোনো বিবাদ নেই।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমতে প্রাধান্য বিস্তার করে আছেন রিপাবলিকান দল থেকে ট্রাম্প। তা সত্ত্বেও স্পষ্টত তার শক্তিশালী প্রতিদ্ব›দ্বী ডি’স্যান্তোস। তবে অনেক জনমত জরিপে স্পষ্টতই তাকে বিজয়ী হিসেবে দেখা যাচ্ছে, এ সমীকরণ থেকে বাদ পড়ছেন ট্রাম্প। ফলে তাকে নিয়ে আতঙ্ক আছে ট্রাম্পের মধ্যে। তিনি বলেছেন, যদি ডি’স্যান্তোস (প্রেসিডেন্ট) নির্বাচন করেন, তাহলে আমি সব কিছু বলে দেবো, যা তার খুব ক্ষতি করবে। তার স্ত্রী জানেন না এমন বিষয়গুলোতে তার সম্পর্কে আমি বেশি জানি। এটা তার জন্য শুভ হবে না। আমি মনে করি নির্বাচন করার জন্য অন্য মানুষ আছে। তারপরও আমি জানি না তিনি নির্বাচন করবেন কিনা। যদি করেন, তাহলে করতে পারেন।
গার্ডিয়ান যেসব তথ্য দেখতে পেয়েছে তাতে ট্রাম্পের প্রচারণার মধ্যকার একজন বলেছেন, ট্রাম্প তার প্রতিদ্ব›দ্বীকে আক্রমণ করছেন। ডি’স্যান্তিসের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী ক্যাসি ডি’স্যান্তিস। রিপাবলিকান সমর্থকরা এ বিষয়টি ভালভাবে নিতে পারেননি। এরপর নির্বাচন শেষে মঙ্গলবার রাতে মার এ লাগোতে বলরুমে সংক্ষিপ্ত সময়ের জন্য যেন আবারো হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। বললেন, তার কারণেই রিপাবলিকানরা ভাল ফল করেছে। এর মধ্য দিয়ে তিনি ডি’স্যান্তিসকে যেন আবার সতর্ক করলেন। আবার বললেন, আমি নিশ্চিত নই তিনি (ডি’স্যান্তিস) নির্বাচন করবেন কিনা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রিপাবলিকানদের এই জয়ের জন্য তিনিই কৃতিত্বের দাবিদার। এর মধ্যে ডি’স্যান্তিসের কোনো স্থান নেই। ট্রাম্প আরও স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনি ২০২৪ সালের নির্বাচনের ঘোষণা দিলে একজন রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাউকে বেছে নেবেন। তবে তিনি কি স্যান্তিস হবেন কিনা তা নিশ্চিত করে বলেননি।
ট্রাম্পের আইনজীবীদের কয়েকজনও সতর্ক করেছেন ডি’স্যান্তিসকে। বলেছেন, তার নির্বাচন করা উচিত হবে না। রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্কে অ্যালিনা হাব্বা বলেছেন, তার উচিত হবে ফ্লোরিডায় অবস্থান করা। সেখানে তিনি ভাল করছেন। মঙ্গলবার ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, তিনি ডি’স্যান্তিসের জন্য ভোট দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন