ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৫
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230107_140404.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের খবর পাওয়া গেছে। এরমধ্যে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শনিবার (০৭ জানুয়ারি) ভোরে পৌর এলাকার ইসলামপুরের কুমড়াইল এলাকার পুরাত হোসেনের দুই তলা বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মঞ্জুরুল (৩০), জোসনা (২৫), সাদিয়া (২০), হোসনা (৩০) ও মরিয়ম (১)। এদের ভেতর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুর রিফাত আরা বলেন, দগ্ধ তিনজন আমাদের হাসপাতালে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। দগ্ধ দুই নারীর শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে ও এক পুরুষের ৫০ ভাগ পুড়ে গেছে। দুই নারীর পুরো শরীর পুড়ে গেছে ও পুরুষে হাতসহ উপরের অংশ পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছিরুল ইসলাম। তিনি আওয়ার নিউজ বিডিকে বলেন, আমি ঘটনা স্থলে এসেছি। এখানে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনজনের অবস্থা আশঙ্কাজনক ও এক শিশু এবং পুরুষের শরীরের কিছুটা দগ্ধ হয়েছে৷
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন