রোনালদো কোটা আর নিষেধাজ্ঞা: মাঠেই নামতে পারলেন না

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েও নানা জটিলতায় খেলতে পারছেন। পর্তুগিজ সুপারস্টারকে যেমন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া নিষেধাজ্ঞার ঘানি টানতে হচ্ছে। তেমন আল নাসরে আছে কোটা জটিলতাও। কারণ সৌদি লিগের নিয়ম অনুযায়ী বিদেশি কোটায় প্রতি ক্লাবে ৯ জন ফুটবলার থাকতে পারবে।

সেই হিসেবে রোনালদোসহ আল নাসরের আছে ৯ জন।
এ কারণেই শুক্রবারের আল নাসরের ম্যাচ রোনালদোকে দেখতে হয়েছে গ্যালারিতে বসে।

আল তায়ের বিপক্ষে শুক্রবার রাতে আল নাসরের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে আল তায়েকে ২-০ গোলে পরাজিত করে আল নাসর।

আর নিজের ক্লাবের সেই জয় মাঠে গ্যালারিতে বসেই উপভোগ করেছেন রোনালদো।
যদিও রোনালদো আল নাসরে যোগ দিয়েই জানিয়েছিলেন, কোচ চাইলে তিনি পরের ম্যাচ থেকেই খেলতে রাজি আছেন।

আড়াই বছরের জন্য সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। এই সময়ে প্রায় ১৮৭ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেবেন সিআর সেভেন।