ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের বিরুদ্ধে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক ৮ম ওয়েজবোর্ডের বিজ্ঞাপন রেটভ‚ক্ত দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকাটি ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।
এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের প্রতিবেদন প্রকাশ করার পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন।
উচ্চ আদালতের কৃপায় পত্রিকাটি আবার সচল করতেই কাস্টমস কর্মকর্তা ড. তাজুল আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয়ে চলছেন। অনেক পরিবারের রুটি রুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিনকে রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করে।
রবিবার (২৩ জুলাই) সকালে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের শাস্তির দাবীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভা করেন। সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
বক্তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখাবস্থায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবাদ সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন, নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন, আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম, আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ঢাকা প্রতিদিনের গৌরীপুর প্রতিনিধি ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি উবায়দুল্লাহ রুমি, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিনসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন