ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মারধর, আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনের নেতাকর্মীরা সকালে সংবাদ সম্মেলন করতে যান ক্যাম্পাসে। এ সময় তাদের বাঁধা দিয়ে হামলা চালায় ছাত্রলীগ।
এতে আহত হন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক এবং রাশেদ খান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন