তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকার দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পড়াশোনা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
এ নিয়ে তালেবান সরকারের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে তালেবানকে চড়া মূল্য দিতে হবে।
২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্লিনকেন বলেন, কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের মৌলিক অধিকার দিতে অস্বীকার করতে থাকে, তবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্ষম হবে না। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ব্লিনকেন আরও বলেছে, তালেবান কর্তৃপক্ষ আফগান নারী ও মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এর পর একের পর এক নারী বিরোধী পদক্ষেপ নিতে থাকে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তালেবান সরকারকে দেশটির নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বারবার আহ্বান জানালেও দেশটি তাতে সাড়া দেয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন