তিন মাসে চার হাজার ওয়েবসাইট বন্ধ চীনে

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত, সহিংসতা, অশ্লীলতা বা গুজব ছড়ানোর দায়ে চীনে গত তিন মাসে (এপ্রিল-জুন) প্রায় চার হাজার (৩ হাজার ৯১৮টি) ‘অবৈধ’ ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) এই তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

এক বিবৃতিতে সিএসি জানিয়েছে, একই সময়ে বিচার বিভাগের হাতে বৈধতার প্রশ্ন রয়েছে এমন ৩১৬টি ওয়েবসাইট হস্তান্তর করা হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অবৈধ ৮ লাখ ১০ হাজারেরও বেশি সাইবার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে চীনে এনক্রিপটেড মেসেজ সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অভিযোগ করেন তারা এই অ্যাপটি দিয়ে কেবল টেক্সট পাঠাতে পারছেন। কোনো ছবি, ভয়েস মেসেজ বা ভিডিও পাঠানো যাচ্ছে না।

এ বিষয়ে সরকারিভাবে চীন কিছু না জানালেও একাধিক সংবাদসংস্থা জানিয়েছে অ্যাপটি সে দেশে সেন্সরশিপের কবলে পড়েছে।