স্ট্রোকে বেঁচে যাওয়াদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ

একবার স্ট্রোকের পর যারা বেঁচে যান তাদের মৃত্যুর ঝুঁকি অন্যদের চেয়ে দ্বিগুণ। তারা পরবর্তী এক বছরের মধ্যে আরও একবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। কানাডার চিকিৎসকদের গবেষণায় এমনটি উঠে এসেছে। খবর বিবিসির।

গবেষণা প্রতিবেদনটি কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো দীর্ঘস্থায়ী ঝুঁকি তার চেয়ে আরও ভয়াবহ। স্ট্রোকের ঝুঁকি বয়স্কদের বেশি- আগে এমন ধারণা করা হলেও সেটিও ভুল প্রমাণিত হয়েছে গবেষণায়।

২৬ হাজার মানুষের ওপর জরিপ করে গবেষণাটি করেছেন কানাডার বিজ্ঞানীরা।

গবেষণায় দেখা গেছে, প্রথম স্ট্রোক করার পাঁচ বছরের মধ্যে একজন মানুষের এসব ঝুঁকির শঙ্কা বেশি। গবেষকরা বলছেন, স্ট্রোকের অন্যতম কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ধরা হলেও তার চেয়ে বড় আরও অনেক কারণ রয়েছে। মানসিক চাপ থেকে বহু মানুষ স্ট্রোক করছেন।