তুরস্কের জন্য ১০০ কোটি ডলার চায় জাতিসংঘ: আলজাজিরা

ভূমিকম্পে সিরীয় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য ৪০ কোটি ডলারের আবেদন জানানোর দুই দিন পর এবার তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তৎপরতা চালাতে ১০০ কোটি ডলারের বেশি তহবিলের আবেদন করেছে জাতিসংঘ।

ইউএন এইডের প্রধান মার্টিন গ্রিফিথস ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা অবর্ণনীয় ক্ষতের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমাদের অবশ্যই তাদের অন্ধকার সময়ে পাশে দাঁড়াতে হবে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা পায়।’

গত সপ্তাহে মার্টিন তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন। এদিকে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৪ হাজার স্পর্শ করতে যাচ্ছে। নিহতের মধ্যে তুরস্কে ৩৮ হাজার ৪৪ জন। সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জনের বেশি। সব মিলিয়ে দেশ দুটিতে মৃত্যুর সংখ্যা এখন ৪৩ হাজার ৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভূমিকম্পের ১১তম দিনের শেষ পর্যন্ত এই মৃত্যুর এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এদিন তুরস্কে অন্তত চারজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। কিন্তু জীবিত উদ্ধার সম্ভাবনা বলতে গেলে প্রায় শেষ হয়ে এসেছে এখন।

৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের ৯ ঘণ্টার মাথায় ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। আর তাতে দেশ দুটিতে হাজার হাজার ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে। সূত্র : আলজাজিরা।