দক্ষিণখানে পরিত্যক্ত ব্যাগে মিলল দুটি গ্রেনেড
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত একটি ব্যাগ থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ চৌধুরী জানান, দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় টহল পুলিশ দেখে এক যুবক একটি ব্যাকপ্যাক ফেলে পালিয়ে যায়। এরপর টহল পুলিশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে খবর দেয়।
পরে ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে দুটি গ্রেনেড পায়। গ্রেনেড দুটি মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন