দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/feni-20180107100727.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঁইয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. নূর আলম রকি (২৭)। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রকি ওইদিন রাতে দোকানে অবস্থান করছিলেন। রাতের যেকোনো সময় সন্ত্রাসীরা মালামাল লুট করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেখানে অবস্থানরত নিহতের দুই ভাই রাসেল ও জাহাঙ্গীর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রকি ইয়াকুবপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। ২০১৩ সালের শেষের দিকে নূর আলম রকি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে আসার কথা ছিল তার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন