দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দারুণ শুরু
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বেনোনিতে তিন দিনের এ ম্যাচে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ওপেনার তামিম ইকবাল সাজঘরে (রিটায়ার্ড হার্ট) ফিরে গেলেও ইমরুল কায়েস ও সৌম্য সরকার ভালো খেলে যাচ্ছেন।
উইলোমুর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে সৌম্য ও ইমরুল বেশ দৃঢ়তার সঙ্গে খেলছেন। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত বাংলাদেশ ১৮ ওভারে ৭৪ রান তুলেছে। সৌম্য ৩৭ রানে ও ইমরুল ২৯ রানে ব্যাট করছেন।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের নেতৃত্বে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রাম। এই দলে তরুণ ক্রিকেটারদের আধিক্য।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।
ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ : এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ ও লোয়ানডিসওয়া জুমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন