দক্ষিণ এশিয়ায় বসবাস অসহনীয় হয়ে উঠবে!

বৈশ্বিক উষ্ণায়নের ফলে ২১০০ সাল নাগদ দক্ষিণ এশিয়ায় বসবাস অসহনীয় হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

নতুন এক সমীক্ষায় বলা হয়েছে, বায়ুমণ্ডলে উষ্ণতা ও আদ্রতা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষ অস্তিত্বের হুমকিতে পড়বে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। যদি কার্বন নিঃসরণ কমানো না যায়, তবে ২১০০ সাল নাগাদ মানুষের বেঁচে থাকার শেষসীমায় পৌঁছাবে তাপমাত্রা।

সমীক্ষায় আরো বলা হয়েছে, এই অঞ্চলের বড় অংশের মানুষ ভয়ংকর পরিস্থতির মুখে পড়বে। যদি কার্বন নিঃসরণ কমানো না যায়, তবে আদ্রতাপ ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে; যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি।

নাতিশীতোষ্ণ দক্ষিণ এশিয়ায় বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ মানুষ বসবাস করে। ব্যাপক প্রাকৃতিক বৈচিত্র্যের এই বিশাল জনপদ জনশূন্য হওয়ারও আশঙ্কা রয়েছে, যদি কিনা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন